বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪০

মাগুরায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা, ১৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।

মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহমর্মিতা অর্জন করতে পারে।

তিনি শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস। এসময় তিনি বলেন, জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে সফল হতে সহায়ক হবে।

ক্রিকেট প্রতিযোগিতায় বালক বিভাগে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে পুলুম কাজী সালিমুল হক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।