শিরোনাম

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে জয়ের জন্য ২৩৯ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন পেসার আল ফাহাদ। ৩৮ রানে ৫ উইকেট নেন তিনি।
জিম্বাবুয়ের বুলাওয়েতে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ভারতের ব্যাটিং ইনিংসে ৩৯তম ওভারের পর বৃষ্টি নামলে প্রায় এক ঘন্টা খেলা বন্ধ থাকে। ফলে ম্যাচটি ৪৯ ওভারে নির্ধারিত হয়।
ফাহাদের বোলিং তোপে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায় ভারত। দলের পক্ষে অভিজ্ঞান কুন্ডু সর্বোচ্চ ৮০ ও বৈভব সূর্যবংশি ৭২ রান করেন।
৯.২ ওভার বল করে ৩৮ রানে ৫ উইকেট নেন ফাহাদ। ১১ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।
এছাড়া ইকবাল হোসেন ইমন ৪৫ রানে ও অধিনায়ক আজিজুল হাকিম ৪২ রানে ২টি করে এবং শেখ পারভেজ জীবন ৪৬ ১টি উইকেট নেন।