বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

শুরুর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ নাভিনের

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : ডান কাঁধের ইনজুরিতে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না আফগানিস্তান পেসার নাভিন উল হক। এমনকি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের সিরিজেও দেখা যাবে না নাভিনকে। 

দুবাইয়ে সদ্য শেষ হওয়া আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই এমিরেটসের হয়ে খেলার সময় কাঁেধ চোট পান নাভিন। এ মাসে যুক্তরাজ্যের এক হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার করাবেন তিনি। 

নাভিনের পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন জিয়াউর রহমান শারাফি। আফগানিস্তানের ঘোষিত বিশ্বকাপ দলে রিজার্ভ তালিকায় ছিলেন তিনি। শারাফির জায়গায় রিজার্ভ তালিকায় জায়গা পেয়েছেন ফরিদ আহমেদ মালিক। 

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আফগানিস্তানের হয়ে খেলেছিলেন নাভিন। ২০২৫ সালে এসএ টি-টোয়েন্টি ও মেজর ক্রিকেট লিগে খেললেও কাঁধের ইনজুরির কারণে এশিয়া কাপে খেলেননি তিনি।   

আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারও মাঠে ফিরেন নাভিন। কিন্তু ডান কাঁধের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হল তার।

দেশের হয়ে ৪৮ টি-টোয়েন্টিতে ৬৭ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী নাভিন।