বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:০৭

খাগড়াছড়িতে জেলা ক্রিকেট লীগ শুরু

ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : জমকালো আয়োজনে খাগড়াছড়িতে জেলা পর্যায়ের ক্রিকেট লীগ শুরু হয়েছে। শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে লীগের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক আনোয়ার সাদাত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহসান ইকবাল চৌধুরী।

৫০ ওভারের এই লীগে ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রজন্ম ক্লাবের মুখোমুখি হয় খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি।

এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। সম্প্রীতি নৃত্যের মাধ্যমে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।