বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৩১

ঢাকাকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে রংপুর

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৭তম ম্যাচ জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। 

দলের হয়ে উদ্বোধনী জুটিতে ১২৬ রান যোগ করেন রংপুরের দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয়। মালান ৭৮ ও হৃদয় ৬২ রানে আউট হন। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রংপুর। ৮৫ বল খেলে দলকে ১২৬ রানের সূচনা এনে দেন মালান ও হৃদয়। এরমধ্যে পাওয়ার প্লেতে ৫০ ও ১২তম ওভারে ১শ রান স্পর্শ করে মালান-হৃদয় জুটি।

১৫তম ওভারের প্রথম বলে ঢাকার পেসার তাসকিন আহমেদের বলে আউট হন মালান। টি-টোয়েন্টিতে ৭৫তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কায় ৪৯ বলে ৭৮ রান করেন তিনি। 

১৮তম ওভারের শুরুতে দলীয় ১৫৯ রানে আউট হন টি-টোয়েন্টিতে ২১তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেওয়া হৃদয়। ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬২ রানের ইনিংস সাজান হৃদয়। 

এরপর কাইল মায়ার্সের ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর। 

ঢাকার হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ৩৩ রান ২ উইকেট এবং তাসকিন ও মারুফ মৃধা ১টি করে উইকেট নেন।