শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আর্থিক সংকটে থাকা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী সাবেক পেসার শাহীন আলমকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
চলতি মাসের শুরুতে শাহীন আলমের দুঃসময়ে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ জয় করা বাংলাদেশ দলের সদস্য ছিলেন শাহীন।
দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অস্বচ্ছলতা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটছে কুড়িগ্রামের ক্রিকেটার শাহীনের। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগেও দল না পাওয়ায় তার উপার্জনের পথ বন্ধ হয়ে যায়।
আজ শাহীনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।