বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:২৩

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্যারিককে নিয়োগ দিতে যাচ্ছে ইউনাইটেড

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইকেল ক্যারিককে নিয়োগ দিতে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড, মঙ্গলবার ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এমন তথ্য পাওয়া গেছে।

সাবেক এই মিডফিল্ডারকে ক্লাবের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছাতে দেখা গেছে এবং ধারণা করা হচ্ছে দ্রুতই তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ক্যারিক এর আগে ২০২১ সালে ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব পালন করেছিলেন এবং সেই সময়ে তার অধীনে ইউনাইটেড অপরাজিত ছিল।

৪৪ বছর বয়সী ক্যারিক ইউনাইটেডের হয়ে ১২ বছরের খেলোয়াড়ী ক্যারিয়ারে ১২টি বড় শিরোপা জয় করেছেন। ২০২২ সালের অক্টোবরে মিডলসব্রোর ম্যানেজার হিসেবে নিয়োগ পান। প্রথম মৌসুমেই তিনি দলকে চ্যাম্পিয়নশিপ প্লে-অফে তুলেছিলেন। তবে গত জুনে দ্বিতয় টায়ারের লিগে দল দশম স্থানে শেষ করায় তাকে বরখাস্ত করা হয়।

ম্যানচেস্টার ইউনাইটেড সাবেক খেলোয়াড় ও কোচ ওলে গানার সুলশায়ারের সঙ্গেও ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়েছিল।

গত সপ্তাহে পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে ১৪ মাসের হতাশাজনক মেয়াদ শেষে বরখাস্ত করে ইউনাইটেড। অস্থায়ী কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ২-২ ড্র করে দলটি, এরপর এফএ কাপে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয়।

দুটি ঘরোয়া কাপ প্রতিযোগিতার শুরুতেই বিদায় এবং ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ না নেওয়ার কারণে, ইউনাইটেড এ মৌসুমে মাত্র ৪০টি ম্যাচ খেলবে, যা ১৯১৪-১৫ মৌসুমের পর সর্বনিম্ন।

২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা শীর্ষ চারের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে এবং পঞ্চম স্থানে থাকা ব্রেন্টফোর্ডের থেকে এক পয়েন্ট কম সংগ্রহ করে বর্তমানে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে রয়েছে।

শীর্ষ চার নিশ্চিত করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন নিশ্চিত হবে। আর এ মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ দলগুলোর ভালো পারফরম্যান্সের কারণে শীর্ষ পাঁচেও শেষ করা যথেষ্ট হতে পারে।

শনিবার স্থানীয় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি ক্যারিকের অধীনে ইউনাইটেডের প্রথম ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।