শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস) : এ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে সৌদি আরবে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে পরাজয়ের ম্যাচটিতে সাইডলাইনে তার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। ভিনিসিয়াস জুনিয়রকে বিদ্রূপ করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
উত্তেজনাপূর্ণ স্বভাবের এই আর্জেন্টাইন কোচকে ম্যাচ চলাকালে বারবার ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াসকে উসকানি দেবার বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে। জানা গেছে, ভিনিসিয়াসের ভবিষ্যৎ ও চুক্তি নিয়ে তিনি তাকে বলেন, “ফ্লোরেন্তিনো তোমাকে বের করে দেবে, আমি যা বলছি মনে রেখো।”
সোমবার ডেপোর্তিভো লা করুণার বিপক্ষে কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, “এই ঘটনার জন্য আমি ফ্লোরেন্তিনো ও ভিনিসিয়াসের কাছে ক্ষমা চাচ্ছি। ওই অবস্থানে নিজেকে জড়ানো আমার ভুল ছিল। আমি স্বীকার করছি এটা ভুল ছিল। যে দল জিতেছে, তারা এগিয়ে যাওয়ার যোগ্য ছিল, তারা সেটাই করেছে।”
তার আচরণ সীমা ছাড়িয়েছিল কি না, এমন প্রশ্নে সিমিওনে বলেন, “আমি ক্ষমা চাইছি, কিন্তু ক্ষমা প্রার্থনা করছি না। এর বেশি কিছু বলার নেই।”
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসকে বদলি করার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্টেডিয়ামের একাংশ থেকে দুয়োধ্বনি ওঠে। ১৯ ম্যাচ গোল না পাওযয়া ভিনিসিয়াস মাঠ ছাড়ার সময় হাসতে হাসতে সিমিওনেকে দর্শকদের দিকে ইশারা করে বলতে দেখা যায়, “শোনো, শোনো!”
রিয়াল মাদ্রিদ ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে। ফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যায়। তবে ফাইনালের প্রথমার্ধে ভিনিসিয়াস একটি দুর্দান্ত গোল করেন।
সিমিওনের আচরণ নিয়ে ম্যাচের পরপরই রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো বলেছেন, “এটা ভালো ক্রীড়াসুলভ আচরণের উদাহরণ ছিল না।”
শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে লা লিগার টেবিলে এ্যাথলেটিকো মাদ্রিদ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে।