শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আফগানিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন টবি র্যাডফোর্ড। অ্যান্ড্রু পুটিকের স্থলাভিষিক্ত হয়েছেন ইংল্যান্ডের সাবেক প্রথম শ্রেনির ক্রিকেটার র্যাডফোর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দিয়ে দায়িত্ব পালন শুরু করবেন র্যাডফোর্ড।
এক বিবৃতিতে একথা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এছাড়াও নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ট্রেইনার হিসেবে রবার্ট আহমুনকেও নিয়োগ দিয়েছে এসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে দলের সাথে যোগ দেবেন তিনি। র্যাডফোর্ড ও আহমুনকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে এসিবি।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন র্যাডফোর্ড। এর আগে ২০২২-২৪ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরমেন্স সেন্টারের ব্যাটিং কোচ এবং ২০২০-২২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরমেন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন র্যাডফোর্ড। এছাড়া ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময়ও দলের সাথে যুক্ত ছিলেন তিনি।
শারজাহতে আগামী ১৯ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে আফগানিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর বিশ্বকাপ খেলতে ভারত যাবে আফগানিস্তান।