বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৪

টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবলের সেমিফাইনালে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া

ছবি : বাসস

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও তানভির কনস্ট্রাকশন লিমিটেড (টিসিএল) এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল বুধবার দুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে পঞ্চগড়ের মুখোমুখি হবে যশোর। বিকেল তিনটায় পরের সেমিফাইনালে ঢাকার প্রতিপক্ষ কুষ্টিয়া। 

প্রতিযোগিতার তৃতীয় দিনে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। মঙ্গলবার জয় পেয়েছে কুষ্টিয়া, জামালপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা। তৃতীয় দিনে ঢাকা দুটি ম্যাচে অংশ নিয়ে সবকটিতেই জয় পেয়েছে। একটি ম্যাচে দলটি ৩১-৩ গোলে হারিয়েছে ফরিদপুরকে। প্রথমার্ধে ঢাকা ১৭-২ গোলে এগিয়ে ছিলো। এরপর অন্য ম্যাচে ঢাকা ৩৪-২৩ গোলে জয় পেয়েছে যশোরের বিপক্ষে। এই ম্যাচে প্রথমার্ধে ঢাকা এগিয়ে ছিল ১৮-১৩ গোলে। 

অপর খেলায় পঞ্চগড় ৩৪-১৭ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১০ গোলে এগিয়ে ছিলো। এদিন কুষ্টিয়াও দুই ম্যাচে অংশ নিয়ে দুটি ম্যাচেই জয় পেয়েছে। প্রথম ম্যাচে কুষ্টিয়া ২৮-১৫ গোলে মাদারীপুরকে হারিয়েছে। প্রথমার্ধে কুষ্টিয়া ১৫-৫ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য খেলায় কুষ্টিয়া ২৮-১৬ গোলে হারিয়েছে চাপাইঁনবাবগঞ্জকে। প্রথমার্ধে ১২-৪ গোলে কুষ্টিয়া এগিয়ে ছিলো। 

তবে দিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৮-২৭ গোলে চাঁপাইনবাবগঞ্জ হারিয়েছে ময়মনসিংহকে। প্রথমার্ধে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল চাঁপাইনবাবগঞ্জ। দিনের অন্য খেলায় জামালপুর ২৪-১৩ গোলে হারিয়েছে নড়াইলকে। প্রথমার্ধে ১৩-৪ গোলে জামালপুর এগিয়ে ছিলো।