বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৬

আফগানিস্তান সিরিজে নেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কসহ চারজন

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কসহ উপরের সারির চারজন ক্রিকেটার। তারা হলেন- নিয়মিত অধিনায়ক শাই হোপ, রোস্টন চেজ, আকিল হোসেন ও শেরফানে রাদারফোর্ড। 

১৬ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন ওপেনার ব্র্যান্ডন কিং। দলে নতুন মুখ ডান-হাতি ব্যাটার কুয়েন্টিন স্যাম্পসন। গত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে অভিষেকে ৯ ম্যাচে ১৫১.৫৭ স্ট্রাইক রেটে ২৪১ রান করেছিলেন তিনি। 

ইনজুরি থেকে সুস্থ হয়ে আফগানিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছেন ওপেনার এভিন লুইস ও শামার জোসেফ। ইনজুরির কারণে এই সিরিজেও খেলা হচ্ছে না পেসার আলজারি জোসেফের। 

কাজের চাপ বিবেচনায় আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকেও।

ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, ‘আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

শারজাহতে আগামী ১৯ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ২১ ও ২২ জানুয়ারি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের 
টি-টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। 

আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল : ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোটি, খ্যারি পিয়ের, কুয়েন্টিন স্যাম্পসন, জেইডেন সিলেস, র‌্যামন সাইমন্ডস, শামার স্প্রিঙ্গার।