শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শেষ পর্যন্ত জাবি আলোনসোর সাথে সম্পর্ক শেষ করেছে রিয়াল মাদ্রিদ। এ সম্পর্কে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোচ জাবি আলোনসোর সাথে চুক্তি বাতিল করেছে স্প্যানিশ জায়ান্টরা। নতুন কোচ হিসেবে নিয়ো দেওয়া হয়েছে আলভারো আরবেলোয়াকে।
রোববার বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারের পরই আট মাসেরও কম সময় দায়িত্বে থাকা কোচ আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় ক্লাব। সঙ্গে সঙ্গে রিজার্ভ দল কাস্তিয়ার কোচ ও সাবেক রিয়াল তারকা আরবেলোয়াকে প্রথম দলের দায়িত্ব দেওয়া হয়।
এক বিবৃতিতে লস ব্লাঙ্কোস জানায়, “ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রথম দলের কোচ হিসেবে তার দায়িত্বের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আলাদা আরেক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করে, আলোনসোর জায়াগায় আরবেলোয়া দায়িত্ব নেবেন, যদিও ৪২ বছর বয়সী এই কোচের চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, “আরবেলোয়া গত জুন থেকে কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২০ সাল থেকে রিয়াল মাদ্রিদের একাডেমিতেই তার পুরো কোচিং ক্যারিয়ার গড়ে উঠেছে।”
আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচ হবে বুধবার কোপা দেল রে’র শেষ ষোলোতে দ্বিতীয় টায়ারের দল আলবাসেতের বিপক্ষে।
২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে রিয়ালের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। এ সময়ে তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগাসহ একাধিক শিরোপা জিতেছেন। ক্লাব ক্যারিয়ারের পাশাপাশি ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালে ইউরো জয় করেন তিনি। ক্লাব ও জাতীয় পর্যায়ে আলোনসোর সঙ্গে একই দলে খেলেছেন।
আলোনসো জুনে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে তার অধীনে ধারাবাহিকতা খুঁজে পেতে হিমশিম খায় রিয়াল। বর্তমানে তারা লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রোববার সৌদি আরবে হান্সি ফ্লিকের দলের কাছে ৩-২ ব্যবধানে হারা ম্যাচটিই ছিল ৪৪ বছর বয়সী আলোনসোর শেষ ম্যাচ।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ইনস্টাগ্রামে লিখেছেন, “সময়টা ছোট ছিল, কিন্তু আপনার অধীনে খেলতে ও শেখাটা ছিল আনন্দের। আপনাকে এমন একজন কোচ হিসেবে মনে রাখব, যার ধারণা স্পষ্ট এবং ফুটবল সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। আপনার পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা।”
২০২৫ সালের শেষ দিকে আলোনসো বরখাস্তের খুব কাছাকাছি চলে এসেছিলেন। তবে সুপার কাপে হারের আগ পর্যন্ত টানা পাঁচ জয় তাকে কিছুটা সময় দেয়। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ছেড়ে তিন মৌসুমের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন আলোনসো। লেভারকুসেনের হয়ে তিনি ২০২৪ সালে বুন্দেসলিগা জিতেছিলেন।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জুলাইয়ে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হারা ছিল তার জন্য বড় ধাক্কা। সেপ্টেম্বরে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ ব্যবধানে হারও ছিল আরেকটি আঘাত, যদিও ডিসেম্বর পর্যন্ত সেটিই ছিল লিগে তাদের একমাত্র পরাজয়।
অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো জয় সত্ত্বেও মনে করা হচ্ছিল ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোর প্রতি পুরোপুরি আস্থাশীল নন। আধুনিক কৌশলভিত্তিক ফুটবল আনার লক্ষ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আনচেলত্তি কার্যত পরিচিত ছিলেন খেলোয়াড় ব্যবস্থাপনায় দক্ষতার জন্য।
দায়িত্ব নেওয়ার শুরুতে আলোনসো বলেছিলেন, রিয়ালে “রক অ্যান্ড রোল” শুরু হতে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা আর আসেনি। এমবাপ্পে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও পুরো দলের আক্রমণভাগে খুব বেশি আকর্ষণীয় ফুটবল দেখা যায়নি।
চোট সংকটের মধ্যে রিয়াল খারাপ সময় পার করে। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে হার, ইউরোপে লিভারপুলের কাছে পরাজয় এবং একাধিক ড্র করে। এ সময়ে আলোনসোর কৌশলসহ নানা পরিকল্পনাও ধীরে ধীরে মিলিয়ে যায়। স্প্যানিশ গণমাধ্যমে খবর আসে কয়েকজন তারকা খেলোয়াড়ের সঙ্গে তার সম্পর্কও নাকি খারাপ হয়ে পড়েছিল।
ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগো গোঁয়েতসের মতো ব্রাজিলিয়ান উইঙ্গাররা ফর্ম হারিয়ে মাসের পর মাস গোল পাননি। এমনকি ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে না পারলে আলোনসো বরখাস্ত হবেন, এমন গুঞ্জনও ছিল।
পেপ গার্দিওলার দলের কাছে হেরে গেলেও পারফরম্যান্স কিছুটা উন্নত হওয়ায় আলোনসো আরও কিছুটা সময় পান। তবে জেদ্দায় বার্সেলোনার কাছে সুপার কাপের হারই শেষ পর্যন্ত রিয়ালের কাছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ঠ ছিল। এরপরপরই আলোনসোর বিদায় নিশ্চিত হয়।