বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৯:১৩

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা। 

আজ সোমবার মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা একদিকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।’

বৈঠকে চিকিৎসকরা মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে তাদের বর্তমান কর্মপরিবেশ ও পেশাগত নানা বিষয় হাইকমিশনারকে অবহিত করেন। 

ড. নাজমুল ইসলাম বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। 

এ সময় হাইকমিশনার মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া ভবিষ্যতে চিকিৎসকদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন তিনি।