বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:৪৪
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫

রাজশাহীকে ১৫২ রানের লক্ষ্য দিল নোয়াখালী

ছবি : বাসস

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ওপেনার সৌম্য সরকারের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ১৭তম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমে ব্যাট করে সৌম্যর ৫৯ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করে নোয়াখালী। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালীকে ৪৮ বলে ৫৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শাহাদাত হোসেন ও সৌম্য। ৪টি চারে ২৮ বলে ৩০ রান করা শাহাদাতকে শিকার করে রাজশাহীকে প্রথম উইকেট এনে দেন পেসার রিপন মন্ডল। 

তিন নম্বরে নামা মাজ সাদাকাত ৭ রানে আউট হলে মোহাম্মদ নবিকে নিয়ে ২৭ বলে ৪০ রানের জুটিতে দলের রান ১শ পার করেন সৌম্য। 

এই জুটিতে টি-টোয়েন্টিতে ২৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে সাজঘরে ফিরেন সৌম্য। স্পিনার হাসান মুরাদের শিকার হবার আগে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৯ রান করেন তিনি।

১৭তম ওভারে দলীয় ১২৩ রানে সৌম্য ফেরার পর নবি ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় নোয়াখালী।

নবি ২৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৫ এবং অঙ্কন ৫ বলে ১টি ছক্কায় ১০ রান করেন। রাজশাহীর মন্ডল ২৭ রানে ২ উইকেট নেন।