শিরোনাম

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা দল।
গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নড়াইল অনূর্ধ্ব-১৮ দলকে ৫২ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় খুলনা জেলা দল।
চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নামে খুলনা অনূর্ধ্ব-১৮ দল। ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের সংগ্রহ পায় খুলনা। দলের পক্ষে সাইমুম ইসলাম ৩৩ রান ও উষ্ণ মন্ডল ৩২ রান করেন।
জবাব দিতে নেমে ৩৪ ওভারে ১৩৮ রানে অল আউট হয় নড়াইল অনূর্ধ্ব-১৮ দল। দলের পক্ষে রাশেদ সর্বোচ্চ ২৯ রান করেন।
খুলনার হয়ে মানসিব হাসান ৩ উইকেট শিকার করেন।