শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : ট্রাভিস হেড ও ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় দাঁড় করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে টেস্টের তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫১৮ রান করেছে অস্ট্রেলিয়া। ৩ উইকেট হাতে নিয়ে ১৩৪ রানে এগিয়ে আছে অসিরা।
হেড ১৬৩ রানে আউট হলেও, ১২৯ রানে অপরাজিত আছেন স্মিথ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ২ উইকেটে ১৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া। ৮ উইকেট হাতে নিয়ে ২১৮ রানে পিছিয়ে ছিল অসিরা।
৯১ রানে অপরাজিত ছিলেন হেড। তার সাথে ১ রানে দিন শেষ করেন নাইটওয়াচম্যান নেসার।
তৃতীয় দিনের ষষ্ঠ ওভারেই টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন হেড। সেঞ্চুরির পর দেড়শ ছাড়িয়ে থামেন তিনি। ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জ্যাকব বেথেলের শিকার হবার আগে ২৪টি চার ও ১টি ছক্কায় ১৬৬ বলে ১৬৩ রান করেন হেড। তার আগে ২৪ রানে আউট হন নেসার।
দলীয় ২৮৮ রানে হেড ফেরার পর ক্রিজ আসেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা উসমান খাজা। ২টি চারে ১৭ রানের বেশি করতে পারেননি তিনি। সুবিধা করতে পারেননি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিও। ১৬ রানের ইনিংস ৩টি চারে সাজান ক্যারি।
৩৬৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অস্ট্রেলিয়াকে লিড এনে দেন স্মিথ ও ক্যামেরুন গ্রিন। স্মিথের সাথে ৭১ রানের জুটিতে ৩৭ রান অবদান রেখে থামেন গ্রিন।
গ্রিন ফেরার পর সময় ৯৪ রানে অপরাজিত ছিলেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাকে। ইনিংসের ১১০তম তিন অংকে পা রাখেন স্মিথ।
সেঞ্চুরির স্বাদ নিয়ে বে ওয়েবস্টারকে নিয়ে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে দিনের খেলা শেষ করেন স্মিথ। ১৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ২০৫ বলে ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন স্মিথ। ৪টি চারে ওয়েবস্টারের সংগ্রহ অপরাজিত ৪২।
ব্রাইডন কার্স ৩টি ও অধিনায়ক বেন স্টোকস ২ উইকেট নিয়েছেন।