বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭

সিলেট টাইটান্সের হয়ে অভিষেক মইনের

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে সিলেট টাইটান্সের হয়ে অভিষেক হয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলীর।

চলতি বিপিএলের ১৩তম ম্যাচে আজ নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয় সিলেট। এ ম্যাচে বল হাতে ২ ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মঈন। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ১ বলে ১ রানে অপরাজিত থাকেন তিনি।

মঈনের অভিষেক ম্যাচে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের বোলিং জাদুতে ৬ উইকেটে জয় পায় সিলেট। প্রথমে ব্যাট করে  ১৪.২ ওভারে ৬১ রানে অলআউট হয় নোয়াখালী। ৪ ওভার বল করে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন নাসুম। জবাবে ৫২ বল খেলেই জয় তুলে নেয় সিলেট।

এর আগে বিপিএেল দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে চার মৌসুম খেলেছেন মঈন। ২০২৪ সাল পর্যন্ত টানা তিনবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। এরমধ্যে কুমিল্লার হয়ে দু’বার বিপিএল শিরোপা জয়ের স্বাদ নেন মঈন।
সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে এই প্রথম খেলছেন মঈন।