বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪১

ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিপিএলে স্পিনারদের মধ্যে শীর্ষে নাসুম

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : ১৩ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং ফিগারের দেখা পেলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশি স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন নাসুম।

বিপিএলের দ্বাদশ আসরের ১৩তম ম্যাচে আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন নাসুম। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন তিনি।

২০১৩ সালের এপ্রিলে বগুড়ায় রাজশাহী বিভাগের বিপক্ষে সিলেট বিভাগের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাসুমের। আর ২০২১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন তিনি। এখন পর্যন্ত ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টিতে ১২৮ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি স্পিনার। এরমধ্যে বাংলাদেশের হয়ে ৪৯ ম্যাচে ৪৯ উইকেট ঝুলিতে আছে নাসুমের।

চলতি বিপিএল দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেটের দেখা পান নাসুম। সেই সাথে সেরা বোলিং ফিগারেরও নজির গড়েছেন তিনি। এর আগে আসরের পঞ্চম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট শিকার করেছিলেন পাকিস্তানের ফাহিম আশরাফ।

বিপিএলের ইতিহাসে বাংলাদেশি বোলার হিসেবে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন নাসুম। এতে পেছনে পড়ে যায় সাকিব আল হাসানের রেকর্ড। ২০১৭ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভার বল করে ১৬ রানে  ৫ উইকেট শিকার করেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা সাকিব।

বিপিএলের ইতিহাসে সব মিলিয়ে সেরা বোলিং ফিগারে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন নাসুম। তার উপরে আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, পাকিস্তানের তিন পেসার মোহাম্মদ আমির-মোহাম্মদ সামি ও ফাহিম আশরাফ। বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড তাসকিনের। ২০২৫ সালে মিরপুরে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছিলেন তাসকিন।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ডে দ্বিতীয় স্থানে আছেন নাসুম। এক্ষেত্রে শীর্ষে আছেন সাকিব। ২০১৩ সালের আগস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্রিজটাউনে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলা সাকিব।

বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ডে যৌথভাবে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন নাসুম। পাকিস্তানের ফাহিমের সাথে তৃতীয় স্থানে আছেন তিনি। ২০২৫ সালে মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ রানে ৫ উইকেট শিকার করেছিলেন ফরচুন বরিশালের জার্সিতে খেলতে নামা ফাহিম। এক্ষেত্রে রেকর্ডের মালিক শ্রীলংকার রঙ্গনা হেরাথ। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০তম ম্যাচে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩.৩ ওভার বল করে মাত্র ৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হেরাথ।