বাসস
  ১৯ মে ২০২৪, ২৩:২১

রাজধানীর কালশীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে অটোরিকশা চালকরা

ঢাকা, ১৯ মে, ২০২৪ (বাসস): অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে আন্দোলনরত অটোরিকশা চালকরা।
রোববার বিকেল সাড়ে ৪টা দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বাসসকে বলেন, ‘কালশী মোড়ে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশা চালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে কালশীতে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। 
ওসি বলেন, এছাড়াও মিরপুর বেনারসি পল্লীর ৪ নম্বর সড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে কয়েকটি গাড়িও ভাঙচুর করে অটোরিকশা চালকরা। দুপুর সোয়া একটার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। 
আজ রোববার মিরপুর এলাকায় অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর-১০, মিরপুর-১ ও আগারগাঁও এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়