শিরোনাম

চট্টগ্রাম, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): জাতীয় সংসদ নির্বাচন কাভারেজে সাংবাদিকদের পেশাগত নীতি ও নির্বাচন সংক্রান্ত আইন-বিধি কঠোরভাবে মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে চট্টগ্রামে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দিন এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আবদুস সবুর।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আবদুল হাকিম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের অবশ্যই প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতার ঊর্ধ্বে থাকতে হবে।
তিনি বলেন, সাংবাদিকতা ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের মধ্যে স্পষ্ট ও দৃশ্যমান সীমারেখা থাকতে হবে। অন্যথায় বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও সংবাদমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা বজায় রাখা সম্ভব নয়। এতে তথ্য বিকৃতি ঘটে এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়।
বিচারপতি হাকিম সাংবাদিকতার পেশায় শৃঙ্খলা আনতে আচরণবিধির কঠোর বাস্তবায়ন, একটি নিয়ন্ত্রক সংস্থার আওতায় পেশাগত স্বীকৃতি ও সনদ প্রবর্তন এবং পেশাগত অসদাচরণ ও নৈতিকতা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিদ্যমান আইন মেনে, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকতার অন্তর্নিহিত শক্তি ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, সংবাদসূত্র গোপন রাখার অধিকার একজন সাংবাদিকের বড় শক্তি, যা তাকে সত্য উদ্ঘাটনে সহায়তা করে।
তিনি সাংবাদিকদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা, বিদ্যমান আইন ও নিজেদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্ব দেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দিন বলেন, একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা বিশ্ব গণতান্ত্রিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
তিনি সাংবাদিকদের নির্বাচন কমিশন প্রণীত নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন সকল বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান এবং ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে অনুকূল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালা শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন।