শিরোনাম

কুমিল্লা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বাংলাদেশের মানুষ টানা ১৭ বছর নিপীড়নের শিকার হয়েছে এবং সেই নিপীড়নের পর গত ১৭ মাসে আবারও ভিন্ন রূপে নির্যাতনের অভিজ্ঞতা অর্জন করেছে।
আজ বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, গত ১৭ বছরে আমরা গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ সব ধরনের অনাচার দেখেছি। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনার ফ্যাসিবাদ যেভাবে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, তা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। দুঃখজনকভাবে গত ১৭ মাসেও জনগণ একই রকমের ভয়ের পরিবেশ অনুভব করেছে।
তিনি আরও বলেন, ‘এনসিপির নেতৃত্ব কোনো আকাশ থেকে পড়া নেতৃত্ব নয়। আমরা অলিগলি ও প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা ভয় দেখিয়ে রাজনীতি করি না, বরং মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমর্থন ও ম্যান্ডেট চাই। জুলাই অভ্যুত্থানে কোটি কোটি মানুষের অংশগ্রহণে যে নেতৃত্ব একটি শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, সেটাই এনসিপির রাজনীতির ভিত্তি।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।