শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর।
তার করা রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুলসহ এই আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে সারোয়ার আলমগীরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি ও সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে রিটের বিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির ও আজিমউদ্দিন পাটোয়ারী।
মামলার বিবরণ থেকে জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তবে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। সেই আপিলের শুনানি নিয়ে গত ১৮ জানুয়ারি সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।