বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২২:১৬

টাকার খেলা ও কারসাজি বাঞ্জারামপুরের মানুষ সহ্য করবে না : জোনায়েদ সাকি

সোমবার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের অন্তর্গত বাঞ্ছারামপুর পৌরসভায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি । ছবি : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, “আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। কিন্তু টাকার খেলা ও  বাঞ্ছারামপুরের মানুষ সহ্য করবে না।”

সোমবার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের অন্তর্গত বাঞ্ছারামপুর পৌরসভায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একইদিন তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় মাথাল প্রতীকের প্রচারণাও চালান।

জোনায়েদ সাকি বলেন, “আমরা বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যারা যুগপৎ আন্দোলন করেছি, নির্বাচনের পরেও আমরা একসঙ্গে কাজ করতে চাই। এই নির্বাচনকে আমরা যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখছি।”

তিনি বলেন, সরকারের ভেতরের কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছে, যা দেশের মানুষ মেনে নেবে না। নির্বাচন নিয়ে আর কোনো কারচুপি, কৌশল বা মেকানিজম করে ফল প্রভাবিত করার চেষ্টা হলে তা বাঞ্ছারামপুরবাসী প্রতিরোধ করবে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বাঞ্ছারামপুরের জনগণ বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে মাথাল প্রতীককেই বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জোনায়েদ সাকি আরও বলেন, “বাংলাদেশ এখন একটি টার্নিং পয়েন্টে রয়েছে। ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা কেমন হবে তা নির্ভর করছে এই নির্বাচনের ওপর। ফ্যাসিবাদের আমলে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। লুটপাট, দুর্নীতি, গুম ও খুনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়েছে। জুলাইয়ের হাজারো শহীদের আত্মত্যাগের ফলে আমরা জাতীয় সনদ তৈরি করেছি। এখন সময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার।”

প্রচারণায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক , গণসংহতি আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয়ক শামীম শিবলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান মিরাজ, কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সম্পাদক জাহিদ সুজন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসাসহ বিএনপি ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।