শিরোনাম

দিনাজপুর, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী আর কর্মময় জীবন নিয়ে দিনাজপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা।
গতকাল রোববার রাত ৮ টায় দিনাজপুর শহরে লোকভবন চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুরের আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল হালিম।
এডভোকেট আব্দুল হালিম বলেন, আমরা দিনাজপুরবাসী গর্বিত যে, দেশের বৃহৎ একটি বিএনপির মত দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই শহরে জন্মগ্রহণ করেছেন। এখানে তার শৈশব কেটেছে। তিনি দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তার শৈশবের অনেক স্মৃতি বিজাড়িত এই দিনাজপুর শহর। তিনি সদ্য ইন্তেকাল করেছেন, দিনাজপুরবাসী তার জন্য মহান আল্লাহ তালার নিকট দোয়া প্রার্থনা করছি। তাকে যেন বেহেশতের সর্বোচ্চ মোকামে স্থান করে দেওয়া হয়।
চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বকুল, বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, নাট্য বিষয়ক সম্পাদক বিভান বাদল, দিনাজপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা মাহবুবুল হক হেলাল।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নাট্য বিষয়ক সম্পাদক বিভান বাদল জানান, গতকাল রোববার প্রদর্শনীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও তার জীবনের উপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।
প্রদর্শনীতে খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ছবি দেখে উদ্বুদ্ধ হন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। প্রদর্শনীটি আজ সোমবার সারাদিন ব্যাপী চলবে।
তিনি বলেন, প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকৃত ছবি প্রদর্শন করা হয়েছে। আজ দুপুরে প্রদর্শনীতে ছবিগুলো দেখতে দিনাজপুর শহরের সর্বস্তরের জনগণ ও নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেখে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করছেন। আগতরা প্রদর্শনীতে এসে মরহুম বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করে সহমর্মিতা জানাচ্ছেন।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম ও জাফরিণ নাহার বলেন, আমরা মুগ্ধ হয়েছি আজকের এই প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তি জীবনের ছবিগুলো দেখে। প্রদর্শনীর ছবি থেকেই অনুমান করা যায়, তিনি কত বড় মনের মানুষ ও রাজনৈতিক নেতা ছিলেন।
আজ সোমবার রাত ৮টায় আয়োজিত প্রদর্শনীর সমাপ্ত ঘোষণা করা হবে।