বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:০০

ভোট কেন্দ্র ও ভোট গণনাস্থলে পর্যাপ্ত আলো ও বিকল্প ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

ছবি : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ ও ভোট গণনার কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে ভোট কেন্দ্রের ভোটকক্ষ এবং ভোট গণনার স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বিবেচনায় রেখে আগেভাগেই বিকল্প আলোর ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নিদের্শনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, ভোট গ্রহণ ও ভোট গণনার প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পাদনের জন্য আলোর স্বল্পতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোটার কর্তৃক ব্যালট পেপারে সঠিকভাবে ভোট প্রদান, ব্যালট বাক্সে ব্যালট সংরক্ষণ, ব্যালট পেপার যাচাই ও ভোট গণনার প্রতিটি ধাপ নির্ভুলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আলো অপরিহার্য। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ব থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটারদের গোপনীয়তার সঙ্গে স্বাধীনভাবে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত কক্ষ অনুযায়ী গোপন কক্ষ (মার্কিং প্লেস) নির্মাণ বা স্থাপন করতে হবে। এ সব কক্ষ পরিষ্কার, আলোকসজ্জিত ও নিরাপদ হতে হবে এবং এমনভাবে কক্ষগুলো স্থাপন করতে হবে, যাতে করে ভোটাররা সহজে প্রবেশ করে ভোট প্রদান শেষে নির্বিঘ্নে বের হতে পারেন।

পরিপত্রে নির্বাচনী ক্যাম্প স্থাপন সংক্রান্ত বিধানও পুনর্ব্যক্ত করা হয়েছে। 

এতে আরও বলা হয়, ভোট কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবে না।

এছাড়া ভোট কেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ চৌহদ্দীর মধ্যে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বা এ ধরনের কোনো প্রচারপত্র থাকলে, ভোট গ্রহণ শুরুর আগেই তা সরিয়ে ফেলতে হবে। কেউ যাতে ভোটের জন্য ক্যানভাস করতে না পারে, কিংবা ভোটদানে উৎসাহিত বা নিরুৎসাহিত করতে না পারে— সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটার পরিবহনে প্রার্থীর যানবাহন ব্যবহার প্রসঙ্গে পরিপত্রে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট বা সমর্থকগণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না। আচরণবিধির পরিপন্থী কোনো কার্যক্রমে জড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

ইসি জানিয়েছে, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ভোট গ্রহণের দিন নির্বাচনী দ্রব্যাদি ব্যবহারে এ সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।