শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী মোসা. সুরাইয়া সুলতানা, তার মেয়ে জাকিয়া তাবাসসুম ও ছেলে সাফায়েত বিন জাকিরের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুরাইয়া সুলতানার আবেদনে বলা হয়েছে, সুরাইয়া সুলতানা কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ের নিমিত্তে অনুসন্ধান/যাচাইকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। যাচাইকালে জানা যাচ্ছে যে, জাকির হোসেনের স্ত্রী এবং প্রাথমিক অনুসন্ধানে তার কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জন ও তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহযোগিতার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
জাকিয়া হোসেনের মেয়ে তাবাসসুমের আবেদনে বলা হয়েছে, জাকির হোসেনের কন্যা এবং প্রাথমিক অনুসন্ধানে তার কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জন ও তার পিতা সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহযোগিতার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
জাকিয়া হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরের আবেদনে বলা হয়েছে, সাফায়েত বিন জাকির কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ের নিমিত্তে অনুসন্ধান/যাচাইকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। যাচাইকালে জানা যাচ্ছে যে, জাকির হোসেনের পুত্র এবং প্রাথমিক অনুসন্ধানে তার কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জন ও তার পিতা সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহযোগিতার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সুরাইয়া সুলতানা,জাকিয়া তাবাসসুম ও সাফায়েত বিন জাকির দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিজ্ঞ আদালতের মাধ্যমে ব্যক্তির বিদেশ গমন রহিতকরণ আবশ্যক।