বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২১:৫৪

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: সালাহউদ্দিন আহমদ

আজ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভা ও মহিলা সমাবেশে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

কক্সবাজার, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।

আজ জেলার পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভা ও মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। আর ধানের শীষ মানেই দেশের উন্নয়ন।

এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড. এম. মোসলেম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।