বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২১:০৮

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ উপমহাদেশের নানা ঘটনা প্রবাহ কাভার করা বিবিসি’র খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই।

‘ভারতের কণ্ঠস্বর’ খ্যাত এই সাংবাদিক রোববার নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

১৯৩৫ সালে ব্রিটিশ শাসনামলে ভারতের কলকাতায় জন্ম নেন মার্ক টালি। তিনি এই দেশকেই তার ঠিকানা ও কর্মস্থল হিসেবে বেছে নেন। এক পর্যায়ে উপমহাদেশের খ্যাতনামা বিদেশি সংবাদদাতা হয়ে ওঠেন।

বিবিসি নিউজের অন্তর্বর্তীকালীন প্রধান জনাথন মনরো এক বিবৃতিতে বলেন, ‘স্যার মার্ক তার প্রতিবেদনের মাধ্যমে ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। যুক্তরাজ্য ও বিশ্বের দর্শকদের কাছে দেশের প্রাণবন্ততা ও বৈচিত্র্য তুলে ধরেছিলেন তিনি।’

মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ১৯৯২ সালে উত্তরপ্রদেশে মুঘল আমলের বাবরি মসজিদ ভাঙার ঘটনা কাভার করেছিলেন।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি এক বিবৃতিতে বলেন, আমাদের উপমহাদেশের প্রজন্মের পর প্রজন্মের কাছে তার শান্ত ও অনন্য সাধারণ কণ্ঠস্বর ছিল সংবাদের প্রতিশব্দ। কলকাতায় জন্ম নেওয়া টালি এ অঞ্চলের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের খবরের কারিগর।

টাইমস অব ইন্ডিয়া তাকে ‘ভারতের ইতিহাসলিপিকার এবং একজন স্বনামধন্য লেখক’ হিসেবে অভিহিত করেছে।

টালি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন। তিনি ১৯৬৫ সালে ভারতে ফিরে আসেন এবং নয়াদিল্লিতে বিবিসিতে অফিস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যোগ দেন।

লন্ডনে বিবিসির হিন্দি ও ওয়ার্ল্ড সার্ভিসে সংক্ষিপ্ত সময় কাজ করার পর ১৯৭১ সালে তাকে নয়াদিল্লিতে পাবলিক ব্রডকাস্টারের সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কয়েক বছর পর টালি ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পান। যেখানে তিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার সংবাদ কাভারেজ তত্ত্বাবধান করেন। তিনি দুই দশক এই পদে দায়িত্ব পালন করেন। 

১৯৯৪ সালে তিনি তৎকালীন মহাপরিচালক জন বার্টকে সমালোচনা করে বিবিসি থেকে পদত্যাগ করেন।

ভারত সরকার মার্ক টালিকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। ব্রিটেনও তাকে ২০০২ সালে সম্প্রচার ও সাংবাদিকতায় অবদানের জন্য নাইট উপাধি প্রদান করে।