বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২১:৫৮

বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

ছবি: আইএসপিআর

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ বিমানবাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ রোববার বগুড়ায় এরুলিয়া এয়াফিল্ডে বাংলাদেশ বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে অনুষ্ঠিত হয়। 

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী ১৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করেন। 

প্রধান অতিথি বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো- যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। 

উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর ১৪ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর ১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার ধ্রুব সরকার সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) জাভেদ তানভীর খান, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।