বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২১:০১

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আরব আমিরাতের ত্রাণ বিতরণ

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারকে শীতকালীন ত্রাণ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আজ  (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও বলা হয়, ঢাকাস্থ ইউএই দূতাবাস সম্প্রতি এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় ইউএই ফরেন এইড কো-অর্ডিনেশন ডিরেক্টর রাশেদ মোহাম্মাদ নাসের আলমাইল আলজাবির নেতৃত্বে শীতকালীন কর্মসূচির আওতায় এই ত্রাণ বিতরণের আয়োজন করে।

রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অগ্নিকাণ্ড-পরবর্তী দুর্ভোগ মোকাবেলায় প্রয়োজনীয় সাহায্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আলজাবি বলেন, সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে ইউএই সবসময় রয়েছে। এই শীতকালীন ত্রাণ উদ্যোগ বাংলাদেশে আমাদের ধারাবাহিক মানবিক সহায়তারই অংশ। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও নেওয়া হবে।

এই উদ্যোগ সংকটাপন্ন জনগোষ্ঠীর প্রতি ইউএই সরকারের মানবিক সহায়তা ও সংহতির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।