বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৭

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৩ জনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ 

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ে অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী ও এসভিএফ-আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার করিম ভূঁইয়া, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী (বর্তমানে ট্রান্সকম গ্রুপের অ্যাড ফার্ম ডট বার্থ) সৈয়দ গাউসুল আলম এবং উর্মিলা শ্রাবন্তীকে কর  কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায়-দেনার পূর্ণাঙ্গ হিসাব দাখিল করতে বলা হয়েছে।

তাদের বিরুদ্ধে ২০০৪ সালের ২৬ (১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।