বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৪৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

সাভার, ২৫ জানুয়ারী, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়ায়) আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে তারা সকাল থেকে রাত পর্যন্ত ভোট চাইছেন ভোটারদের কাছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

প্রতীক বরাদ্দের পরপরই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আট-ঘাট বেধে মাঠে নেমেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কেউ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। কেউ বা আবার মিলাদ মাহফিলের মাধ্যমে। 

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। স্ব স্ব দল কিংবা জোটের ইশতেহার তুলে ধরে ভোট চাইছেন নিজস্ব প্রতীকে।

ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বাসসকে জানান, সাভার-আশুলিয়াবাসীর দীর্ঘদিনের সমস্যা যানজট, ফুটপাত দখল, সন্ত্রাস-চাঁদাবাজি এবং মাদক। 

এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে সাভার-আশুলিয়াবাসীর জীবন মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ভোটারদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 

নির্বাচনে আচরণবিধি পালনে দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনার কথা উল্লেখ করে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনী আচরণবিধি পালনে সবাই সতর্ক থেকেই কাজ করছে।

গণভোট প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি সাবেক এই সংসদ সদস্য জানান, অবশ্যই আমরা হ্যাঁ ভোটের পক্ষে। এখানে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে দেশ অনেক এগিয়ে যাবে বলেও জানান তিনি। 

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহনমূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে সবাই উচ্ছসিত। তরুণ প্রজন্মের অনেক ভোটার এবার তাদের কাঙ্খিত ভোট প্রদান করতে পারবেন। 

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও পরিবেশে অনুষ্ঠিত হবে উল্লেখ করে ধানের শীষে ভোট চেয়ে বলেন, মানুষ এখন অনেক সচেতন, আর তাই ভোটাররা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন বলে প্রত্যাশা করেন তিনি। 

দীর্ঘদিন পর ফ্যাসিস্টমুক্ত দেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচনের প্রত্যাশা করছেন শিল্পাঞ্চল অধ্যূষিত এ আসনের সাধারণ ভোটাররা। দীর্ঘ ১৭ বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা তরুন প্রজন্মের ভোটাররাও উন্মূখ হয়ে আছেন প্রথমবারের মতো ভোট দিতে। তাই কথা কিংবা উন্নয়নের ফুলঝুরি নয়, সৎ, যোগ্য আর দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রার্থীকেই বেছে নেবেন তারা-এমনটাই প্রত্যাশা সকলের।