শিরোনাম

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের জাতীয় অগ্রগতির ভিত্তি। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যখাতে তার যুগান্তকারী অবদান দেশের অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করছে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান একজন সৈনিক, মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং পরবর্তী সময়ে একটি বিপর্যস্ত রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যান।
তিনি বলেন, জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা, শিল্পায়নের ভিত্তি স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছিলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, জিয়াউর রহমান ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে প্রবাসী আয়ের সূচনা করে গেছেন। তার হাত ধরেই দেশের গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়, যা বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। সভায় বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মাসুদ হোসেন আলমগীর, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন।