বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:০৯

পরিবারসহ সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী আফরোজা জামান, মেয়ে আয়েশা সিদ্দিকা, ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আছাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং অন্যান্য আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানকারী টিম নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, আছাদুজ্জামান মিয়া কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। 

আবেদনে আরো বলা হয়, অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি তারা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই ব্যক্তিবর্গের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।