বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৪:১৫

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে আনুন: ভোটারদের হাবিবুর রশিদ হাবিব

ছবি : বাসস

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শহীদের রক্তের ঋণ শুধু ফুল দিয়ে নয়, বরং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই শোধ করতে হবে।

তিনি বলেন, ‘এই নির্বাচন কোনো ব্যক্তি বনাম ব্যক্তি নয়, এই নির্বাচন ধানের শীষ বনাম দুঃশাসন এবং আলো বনাম অন্ধকারের লড়াই।’

রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় গতকাল তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ধানের শীষ প্রতীক শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়, এটি কৃষকের হাসি, মজুরের ঘাম, মায়ের নিরাপত্তা ও যুবকের ভবিষ্যতের নিশ্চয়তা।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক এই সাধারণ সম্পাদক ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আমি হাত জোড় করে নয়, মাথা উঁচু করে আপনাদের আহ্বান জানাচ্ছি—ভোটের দিন আপনারা ভোটের শক্তি নিয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।’

ভোটাধিকার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘এখন সময় সিদ্ধান্তের। ভোট যদি চুরি হয়, তবে আমাদের ভবিষ্যৎ চুরি হয়ে যাবে। আমরা কারো দয়া বা ভিক্ষা চাই না, আমরা আমাদের নাগরিক অধিকার হিসেবে ভোটের অধিকার চাই। এই লড়াই রাস্তার নয়, এই লড়াই ব্যালট বাক্সের।’

তিনি ভোটারদের প্রতি ভোরে পরিবার ও প্রতিবেশীদের সাথে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান।

এলাকার সমস্যাগুলো তুলে ধরে হাবিব বলেন, দীর্ঘদিনের অবহেলায় ঢাকা-৯ এলাকার সাধারণ মানুষ শিক্ষা ও সুচিকিৎসা থেকে বঞ্চিত। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি একে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করে বলেন, ‘ক্ষমতায় গেলে সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং খাল উদ্ধার করে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’

এছাড়া কিশোর গ্যাং মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এই তরুণরা অপরাধী হয়ে জন্মায়নি বরং অবহেলার শিকার হয়েছে। তাদের জন্য খেলার মাঠ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন করা হবে।’

জনসভায় এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও নেতা-কর্মী উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান।