শিরোনাম

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-২৮) সৈয়দা রুবিনা আক্তার ও তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, সৈয়দা রুবিনা আক্তারের বিরুদ্ধে সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৩৫ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক মামলা দায়ের করেছে।
অন্যদিকে, রুবিনার স্বামী মোশাররফ হোসেন সরদারের বিরুদ্ধে রুবিনার সহায়তায় ১ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছে দুদক।
সৈয়দা রুবিনা আক্তার ও মোশাররফ হোসেন সরদারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্তের জন্য তাদের শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্নের মূল কপিসহ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা প্রয়োজন বলে আদালত রেকর্ডপত্রগুলো জব্দের নির্দেশ দেন।