বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : আবদুস সালাম

শনিবার রাজধানীর বনানীতে বিএনপি’র প্রধান কার্যালয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম। ছবি: বাসস

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘শুধু আমাদের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে দাঁড়িয়েছে এজন্য গুরুত্বপূর্ণ না। বিএনপির নেতাকর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ। গত ১৭ বছর তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। মামলা, হামলা, জেল জুলুমের শিকার হয়েছেন। এবার সবাই মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে।’

আজ শনিবার রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসন বিএনপি’র প্রধান কার্যালয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দেশের অবস্থা ভালো হয়নি। যদি এই  অবস্থা থাকে, তাহলে আপনাদের কারো জন্য মঙ্গলজনক হবে না। দেশটা কি আমরা পাল্টাতে চাই? আমরা নিশ্চয়ই শান্তি আসুক এটা চাই।

কড়াইলসহ ঢাকার বস্তিবাসীদের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনাদের এই এলাকায় যেভাবে আগুন লাগে, তা বন্ধ আপনারা চান? পানি, গ্যাসের সমস্যার সমাধান চান? পুনর্বাসন চান? যদি চান, তাহলে এবার একটা সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। এই নির্বাচনে জনগণের রায় আমাদের পক্ষে প্রতিষ্ঠা করতে হবে।’

ভোট কেনাবেচা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘ঘুস নেওয়া হারাম। যারা দিচ্ছে তারাও হারামের কাজ করছে। এগুলো অবৈধ টাকা। তারা ইসলামী ব্যাংকসহ অনেক কিছু দখল করেছে। আর আজকে আল্লাহর আইনের কথা বলে দুর্নীতি করে, এটা কি দুর্নীতি না?’, প্রশ্ন রাখেন তিনি।

তারেক রহমানের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের নেতা বলেছেন, আমরা পার্মানেন্ট সলিউশন করবো। আপনার ঘর নাই, ঘরের ব্যবস্থা করে দেব। চিকিৎসা নাই, মেডিকেলের ব্যবস্থা করবো। আপনার সন্তান আছে উপার্জন নেই, তাদের উপযুক্ত ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করবো।’

তিনি আরো বলেন, ‘ভিক্ষা দিয়ে কখনো পরিবর্তন হয় না। নিজের উপার্জন দিয়ে পরিবর্তন হয়। মেয়েরা পড়াশোনা করছে, তারা চায় ভালো চাকরি। আমরা সেই চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে জয়ী হলেথ এই কড়াইল বস্তিতে ঘর হবে, মাঠ হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। এলাকাবাসীর সকল চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান যে কথা বলেছে, সেই কাজ করছে। বেগম খালেদা জিয়া যে কথা বলেছে, সেই কাজ করেছে। তার ছেলে তারেক রহমানও কাজ করবে ইনশাআল্লাহ।’

মসজিদের মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ৫ হাজার বা ১০ হাজার টাকায় নিজের ইমান বিক্রি করবেন না। ভোটটা আমানত।

নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এই কার্ড নারীদের হাতে দিলে পরিবারে কাজে লাগে। খাবার, ওষুধ, বই কেনা যায়, আয় বাড়ে। এজন্য ফ্যামিলি কার্ড নারীদের দেওয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের দলের কেউ অন্যায় করলে ছাড় নাই। জনগণের ওপর যেন কোনো প্রেসার না হয়, কোনো ট্যাক্স না হয়— এই কথাটা মনে রাখতে হবে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, তারা ঝগড়া লাগাতে চায়, আমরা ঝগড়ায় যাব না। গোলমাল করলে ভোট সেন্টার বন্ধ হয়ে যাবে। ধৈর্য ধরে থাকতে হবে। নির্বাচন না হলে দেশের সবচেয়ে বড় ক্ষতি হবে। অর্থনীতি খারাপ হবে, দুর্ভিক্ষ আসতে পারে। নির্বাচন হলে সরকার আসবে, ব্যবসা হবে, দেশ চলবে।

তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।