শিরোনাম

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সরস্বতী পূজা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে স্থাপিত ৩৯টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ শুক্রবার বিকেলে ক্যাম্পাসে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে এই উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
মণ্ডপের প্রতিনিধিরা বলছেন, ‘এই ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশকে আরও শক্তিশালী করে। উপহার প্রদানের মাধ্যমে সম্প্রীতির যে বার্তা দেওয়া হয়েছে, তা ইতিবাচকভাবে গ্রহণ করেছি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,‘বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সরস্বতী পূজা উপলক্ষ্যে বিভিন্ন মণ্ডপে উপহার প্রদান সেই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষাগ্রহণ করে এবং সহাবস্থানের পরিবেশ বজায় রাখে।’
জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব সামছুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় অসাম্প্রদায়িক চেতনার চর্চা করে। সেই ধারাবাহিকতায় পূজামণ্ডপগুলোতে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’