শিরোনাম

কুমিল্লা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনে ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ ও সংকটময় সময়ে বিএনপিই দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে।
অতীতের মতো বর্তমানেও দলটি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ শুক্রবার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নের জুরানপুর, মিনারদিয়া ভাংতিরপার, দৌলতেরকান্দি, কালাইরকান্দি ও মোল্লাকান্দি এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ হোসেন বলেন, সময়ের পরীক্ষায় প্রমাণিত হয়েছে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে দলের চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন। তিনি আসন্ন নির্বাচনে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণে বিএনপি একটি দায়িত্বশীল ও কার্যকর বিকল্প শক্তি হিসেবে কাজ করতে চায়।
গণসংযোগকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।