শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে হাঁটছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহর। সভা, সমাবেশ, মিছিলের পাশাপাশি ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চাইছেন প্রার্থী ও তার কর্মীবাহিনী।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)ক্যাম্পাসে ধানের শীষের পক্ষে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলে নেতৃত্ব দেন ঢাবি শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে কলাভবন, ক্যাম্পাস শ্যাডো, মলচত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে, মসজিদ গেট দিয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আলোচিত উক্তি ‘আই হ্যাভ আ প্ল্যান-ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি’ তুলে ধরে বক্তব্যে ছাত্রনেতা প্রিন্স বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ধানের শীষকে বিজয়ী করে আনবো। নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ায় অংশ নেব, কেননা আমরাই ধারণ করি ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
মিছিলে কবি জসীম উদদীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল ওহেদ, যুগ্ম আহ্বায়ক রায়হান আহম্মেদ, বিজয় ৭১ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ রনি, রিমন হোসেন,খ.শাহারিয়ার, জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হাকিম, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাসান কবিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।