বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ২০:৩০

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী সাংবাদিক নাসিমা খান মন্টির বিরুদ্ধে পৃথক দুটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। গত বছরের ৩০ অক্টোবর তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় উভয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদের মালিকানার প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশন তাদের দুজনের কাছেই সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়।

দুদক জানায়, গত বছরের ১৭ জুলাই কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে উভয় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা একই বছরের ২৮ জুলাই আসামিদের নিকুঞ্জ-১, খিলক্ষেতের বাসভবনে গিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ লটকিয়ে জারি করেন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করেন।

তবে আদেশ জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে (২৬ আগস্ট ২০২৬-এর মধ্যে) মো. নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি কেউই সম্পদ বিবরণী দাখিল করেননি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সময় বৃদ্ধির জন্যও তারা কমিশনে কোনো আবেদন করেননি।

দুদক জানায়, উভয় আসামি ইচ্ছাকৃতভাবে সম্পদ বিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় বিজ্ঞ আদালতে পৃথকভাবে চার্জশিট দাখিল করেছে দুদক।