শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) উদ্যোগে নারী সদস্য ও পরিবারের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং গণস্বাস্থ্য কমিউনিটি ভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী এবং প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, নারীরা আমাদের কেউ মা, কেউ বোন, কেউ স্ত্রী। তাদের ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। ব্রেস্ট ক্যান্সার বিশ্বের অন্যতম ঘাতক ব্যাধি। ২০২২ সালে ৬ লাখ ৭২ হাজার মানুষ এ রোগে মৃত্যুবরণ করেছে। তার বেশিরভাগই নারী।
তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের পুরো অবয়ব পাল্টে যাবে। অত্যাধুনিকভাবে তৈরি করা হবে ঢাকা মেডিকেল কলেজকে। দেশের সকল মেডিকেল কলেজগুলোকে উন্নত করা জরুরি। খুব শিগগিরই দেশে ১০টি পুরাতন মেডিকেল কলেজ ও ১৯ টি হোস্টেলকে নতুনভাবে আধুনিকায়ন করা হবে। যাতে ৮ হাজার ৯০০ শিক্ষার্থী নিরাপদে থাকতে পারবে।
তিনি বলেন, বর্তমানে শিশুদের স্তন দান প্রবণতা কমে গেছে। যা নারীকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিচ্ছে। ধর্মেও শিশুকে স্তন দানের বিষয়ে উৎসাহিত করা হয়েছে। নারীরা সমাজ ও জাতিকে প্রতিনিধিত্ব করে। তাই নারীর শরীর ঠিক রাখতে ব্যায়াম করতে হবে। স্থ’লতা পরিহার করতে হবে। ওজন হ্রাস করতে হবে। তবেই রোগের প্রবণতা কমিয়ে আনা সম্ভব হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না।
অনুষ্ঠানে ডিআরইউর সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান রচিত ‘স্তন ক্যান্সারে মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষায় স্ক্রিনিং এবং সচেতনতা জরুরি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করা হয়।
এ সমস সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী বক্তব্য রাখেন।