বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা ফাওজুল কবিরের শোক

ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ এক শোকবার্তায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্রের পুনরুত্থান এবং রাষ্ট্র পরিচালনায় যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, রাজনৈতিক দৃঢ়তা এবং দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের ঐক্য প্রতিষ্ঠায় তাঁর একনিষ্ঠ অঙ্গীকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারালো।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও তাঁর অগণিত শুভানুধ্যায়ী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।