বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩

বিওআরআই’র দুই দিনের বার্ষিক সেমিনার শুরু

শুক্রবার কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপনা বিষয়ক সেমিনার শুরু। ছবি: বাসস

কক্সবাজার, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপনা বিষয়ক দুই দিনের সেমিনার শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপনা বিষয়ক এ সেমিনার শুরু হয়।

বিওআরআই এর মহাপরিচালক কমডোর মো. মিনারুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মো আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনা করতে হলে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য এবং এ ক্ষেত্রে বিওআরআই একটি কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কমডোর মোঃ মিনারুল হক বলেন, বিওআরআই-এর গবেষণা সমুহ দেশের ব্লু ইকোনমি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এ সময় বিওআরআই-এর চলমান গবেষণা কার্যক্রম, বার্ষিক গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি এবং ব্লু ইকোনমি বাস্তবায়নে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরেন মো. মিনারুল হক।

দুই দিনের এ সেমিনারের প্রথম দিন দুটি কারিগরি অধিবেশনে ৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। এর মধ্যে রয়েছে, বাংলাদেশের উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলের সেডিমেন্ট প্রক্রিয়া, খনিজ সম্ভাবনা, সম্ভাব্য মৎস্য আহরণ এলাকা নির্ধারণ, উপকূলীয় ক্ষয় প্রতিরোধ, উপকূলীয় পানিতে পুষ্টি উপাদান ও ইউট্রোফিকেশন সংক্রান্ত গবেষণা।

এছাড়াও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, বিশেষ করে অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপের হ্যাচিং পরিস্থিতি, সমুদ্রের অম্লতা পরিবর্তন এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ম্যাক্রো ও মাইক্রো প্লাস্টিক দূষণের বিস্তার ও প্রভাব সংক্রান্ত গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রতিটি গবেষণা উপস্থাপনার পর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন। অধিবেশন শেষে সেশন চেয়ার গবেষণাগুলোর সারসংক্ষেপ ও সুপারিশ উপস্থাপন করেন।