বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে আজ সোমবার সকালে ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাপরিচালক আ. ছালাম খান।

সভায় অন্যান্যের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামিক মিশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আবদুল হামিদ খান, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ প্রমুখ বক্তৃতা করেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সভা শেষে মোনাজাতে পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।