বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ০০:৩৮

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

ছবি : বাসস

সাভার, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্ব¡র এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেন এনসিপি, আপ বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় যুব শক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসময় বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়, এটি দেশের গণতান্ত্রিক রাজনীতিকে দমানোর চেষ্টা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়। এসময় এ ঘটনায় দায়ীদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

সমাবেশ শেষে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।