শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে।’
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আজকে নির্বাচনের তফসিল ঘোষণার যে ভাষণ জাতির উদ্দেশ্যে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে।
তফসিল ঘোষণার পর আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনে তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা এদিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণ ভোটের অধিকার বাস্তবায়ন করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়।
মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটি ঘটনা। এটাকে সুষ্ঠভাবে পালন করা এবং সেটাকে আয়োজন করা নির্বাচন কমিশনের দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং একটি গ্রহণ নির্বাচন আয়োজন করবে। পাশাপাশি সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর একটি নির্বাচনে পরিণত করবেন। কারণ আমরা সবাই জানি, বিগত ১৫ বছর এই দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি পার্লামেন্ট আমরা গঠন করতে সক্ষম হব।
বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রে যে সমস্ত সংস্কারের প্রয়োজন ছিল, প্রায় নয় মাস সরকার সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করেছে। দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। কতগুলো বিষয় একমত হতে পারিনি। সেগুলো গণভোটের মাধ্যমে আসবে। একই সঙ্গে আমরা মনে করি যে, আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে।