বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ২২:২৬

বিএমইউ থেকে সুস্থভাবে বাড়ি ফিরেছে ৭৬৫ গ্রাম ওজনের নবজাতক 

ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এনআইসিইউতে প্রিম্যাচিউর অবস্থায় জন্ম নেওয়া একটি শিশু সুস্থভাবে হাসপাতাল ত্যাগ করেছে। মাত্র ২৫ সপ্তাহে জন্ম নেওয়া ৭৬৫ গ্রাম ওজনের এই শিশুটি বাংলাদেশের প্রেক্ষাপটে ‘অতি ঝুঁকিপূর্ণ’ নবজাতক।

সুস্থ হওয়ার পর আজ বৃহস্পতিবার শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। 

চিকিৎসকরা জানান, জন্মের পর শিশুটির বেঁচে থাকা নিয়ে চরম সংশয় থাকলেও এনআইসিইউ টিমের সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি), সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, নিয়মিত ফিডিং এবং নার্সদের সমন্বিত প্রচেষ্টায় শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তার শ্বাসকষ্ট কমে আসার পাশাপাশি খাবার গ্রহণ সক্ষমতা বাড়ে এবং ওজনও বৃদ্ধি পায়। 

হাসপাতাল থেকে শিশুটির বিদায়লগ্নে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তাকে দেখতে যান। তিনি শিশুটির সুস্থতার খবরে আনন্দ প্রকাশ করে তার পরিবারের প্রতি দোয়া ও অভিনন্দন জানান। তিনি বলেন, এনআইসিইউ টিমের এ সাফল্য আমাদের দেশের নবজাতক সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি শিশুটির দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য দোয়া করি।

বিএমইউ এনআইসিইউ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান বলেন, ‘এই ঘটনা প্রমাণ করে যে, অভিজ্ঞ মেডিকেল টিম, পরিবারের সহযোগিতা এবং ক্যাঙ্গারু মাদার কেয়ারের (কেএমসি) সঠিক প্রয়োগ করা হলে অতি প্রিম্যাচিউর শিশুদেরও বাঁচানো সম্ভব। আমাদের টিমের নিবেদিত পরিচর্যার ফলেই আজ শিশুটি মায়ের কোলে সুস্থভাবে বাড়ি ফিরছে।’