বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ২০:৪৯

বিএমইউতে রেক্টাম-অ্যানাল ক্যানাল রেডিওথেরাপি পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ‘১ম আন্তর্জাতিক ক্যান্সার কনসোর্টিয়াম ২০২৫’-এর অংশ হিসেবে ‘রেক্টাম ও অ্যানাল ক্যানাল-এর রেডিওথেরাপী ট্রিটমেন্ট প্ল্যানিং’ শীর্ষক গুরুত্বপূর্ণ একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়েছে।

সেশনে প্রধান বক্তা ছিলেন স্কটল্যান্ডের বিখ্যাত বিটসন ক্যান্সার সেন্টারের কনসালট্যান্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. তারেক ম্যাক আবদুল্লাহ। তিনি রেক্টাম ও অ্যানাল ক্যানালের ক্যান্সারে আধুনিক রেডিওথেরাপি পরিকল্পনা, টার্গেট ভলিউম নির্ধারণ, অর্গান-অ্যাট-রিস্ক সুরক্ষা, এবং আইএমআরটি ও ভিএমএটি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক কনট্যুরিং গাইডলাইন অনুসারে চিকিৎসা পরিকল্পনার বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরেন।

সেশনে ক্লিনিক্যাল অনকোলজির শিক্ষকবৃন্দ, এমডি ও এফসিপিএস প্রশিক্ষণার্থী এবং রেডিয়েশন টেকনোলজিস্টরা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীরা আধুনিক পেলভিক রেডিওথেরাপি পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। তিনি অতিথি বক্তাকে ধন্যবাদ জানান এবং বিভাগের পক্ষ থেকে তাঁর হাতে স্মারক উপহার তুলে দেন।