শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ৯৯৯ নম্বরে ফোন কলে দুর্ঘটনাকবলিত একটি বাস থেকে জীবিত অবস্থায় নয় জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থানার আড়িয়ালখান সেতুর কাছাকাছি স্থানে ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরগামী একটি যাত্রীবাহী দ্রুত গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দিয়েছে বলে জানান একজন কলার।
ওই কলার বলেন, বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে বেশ কিছু যাত্রী আটকে আছেন।
তিনি যাত্রীদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন কলটি গ্রহণ করেছিলেন।
তাৎক্ষণিকভাবে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে ও ভাঙ্গা হাইওয়ে থানায় দ্রুত দুর্ঘটনাস্থল সম্পর্কে জানিয়ে, সেই বাসযাত্রীদের উদ্ধারের জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান।
সংবাদ পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ওই বাস থেকে আটকে পড়া নয় জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর জেলা হাসপাতালে প্রেরণ করে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসটির তিন যাত্রী নিহত হন।
এ সংক্রান্তে ভাঙ্গা হাইওয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।